ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

রাজনীতি

খুলনায় শিবিরের ‘জুলাই জাগরণ’ র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, আগস্ট ৫, ২০২৫
খুলনায় শিবিরের ‘জুলাই জাগরণ’ র‌্যালি

খুলনা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরের উদ্যোগে '৩৬ জুলাই (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালির প্রতিপাদ্য ছিল—‘জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ।

র‌্যালিটি মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফেরিঘাট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট পুরো দেশে একটি জাগরণ তৈরি হয়েছিল। তারা আমাদেরকে হত্যা করে, গুম করে, আয়না ঘরে নিয়ে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্রসমাজ দীর্ঘদিনের ইতিহাসের এই অনিবার্য দাবির পরিপ্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লব সহযোগিতা করেছিল।

মহানগর শিবিরের সেক্রেটারি রাকিব হাসান বলেন, জুলাই আন্দোলন ছিলো সর্বস্তরের মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলন। তাই, আমরা আশা করছি, জুলাই ঘোষণাপত্র কোনো ব্যক্তি, গোষ্ঠী, দলের বক্তব্যের প্রতিচ্ছবি হবে না। এই ঘোষণাপত্রে প্রত্যেক শহীদ গাজীকে স্বীকৃতি দিতে হবে।

র‍্যালি ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শাখার অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমাদ সালেহীন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

 

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।