ঢাকা: মে দিবসের চেতনা থেকে নির্বাচিত সরকারের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর পল্টনে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
নজরুল ইসলাম বলেন, ‘মে দিবসের চেতনা প্রতিষ্ঠা করতে চাইলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই’। আজকের দিনে এটাই হোক সবার প্রতিশ্রুতি।
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করা ও ন্যায্য মজুরির দাবিতে এ সমাবেশের আয়োজন করে লেবার পার্টি।
কোনো মানুষই এখন নিরাপদ নয় উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘একটি স্বাধীন দেশে এ পরিস্থিতি প্রত্যাশিত নয়। জনগণের সরকার ছাড়া এই পরিস্থিত থেকে উত্তরণ সম্ভব নয়।
জনগণের জন্য নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে অবিলম্বে অবাদ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার তাগিদ দেন এই নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘দেশের মানুষ এখন অস্বস্তির মধ্যে রয়েছেন। কে কোথায় কখন গুম অথবা খুন হয়ে যাবেন কেউ জানেন না। সাংবাদিকও খুন হয়েছেন। নিজের ঘরের মধ্যে সাংবাদিক সাগর-রুনি হত্যা হয়ে গেলেও আজকে পর্যন্ত কোনো ক্লু বের করা যাচ্ছে না’।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- দলের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এমএম/এএটি/বিএস