ঢাকা: সরকারের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উদ্বিগ্ন নন বলে মন্তব্য করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার (০১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
'খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমান সরকারের দায়েরকৃত রাজনৈতিক প্রতিহিংসামূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের' দাবিতে এ প্রতিবাদী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ফ্যাসিবাদী সরকারের দায়ের করা মিথ্যা মামলায় খালেদা জিয়ার সাজা যে দিন হবে সেই দিনই সরকারের পতন ঘণ্টা বাজবে।
তিনি বলেন, তাকে (খালেদা) সাজা দেওয়া হবে এই সরকারের আত্নঘাতী সিদ্ধান্ত।
দেশের সব সম্যার মূলে রয়েছে এই সরকার, আর তাদের পতনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে।
সমাবেশে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশে অন্য কোনো জঙ্গি নেই, প্রকৃত জঙ্গি আওয়ামী লীগ। আর এই মুখোশধারী জঙ্গিদের নেত্রী হলেন শেখ হাসিনা।
সংগঠনের সভাপতি সৈয়দ ওমর ফারুক পীর সাহেবের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন- স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদত হোসেন সেলিম, কল্যাণ পার্টির ভাইস- চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দালনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এফবি/বিএস