ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্বের কাছে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রশংসিত।
মানুষের জন্য একটি লক্ষ্য নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১ জুলাই) বিকেলে শহরের গাজীপুর রোডের নিজ বাসভবনে ন্যাশনাল চিল্ডেন টাক্সফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ভোলায় বরিশাল-ভোলা ব্রিজ নির্মাণ ও নদী ভাঙন রোধের মাধ্যমেই একটি সমৃদ্ধশালী জেলায় রুপান্তিত হবে ভোলা। তখন দেশি-বিদেশি কোম্পানি এখানে বিনিয়োগ করবে, এতে কর্মসংস্থান হবে তরুণ-তরুণীদের। তেঁতুলিয়া চ্যানেলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এখানে পোর্ট নির্মাণ করা হবে।
বাণিজ্যমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে তাদের উদ্দেশে বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকেই সমাজ গঠনের দায়িত্বভার গ্রহণ করতে হবে। এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবিদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন- এনসিটিএফ’র সাধারণ সম্পাদক মো. সালমান ও সমন্বয়কারী আদিল হোসেন তপু।
মন্ত্রী পরে অর্ধশতাধিক অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদবস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
আরবি/আরএ