ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ক্ষমতাসীনরা জাতীয় ঐক্য চান না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
‘ক্ষমতাসীনরা জাতীয় ঐক্য চান না’

ঢাকা: ক্ষমতাসীনরা জাতীয় ঐক্য চান না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ‍‍ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০৪ জুলাই) সকালে আর্মি স্টেডিয়ামে গুলশানের হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ক্ষমতাসীনরা জাতীয় ঐক্যে না এসে বিভিন্ন শর্ত আরোপ করছে। দেশের সংকটে আমরা দলমত নির্বিশেষ জাতীয় ঐক্য চাই।

গুলশানের ঘটনায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অন্যদিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ খালেদা জিয়ার আহ্বান নাকচ করে দিয়ে জামায়াত সঙ্গ ত্যাগের বিষয়টি তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ, এনডিপির চেয়ারম্যান গোলাম মোর্তজ‍া, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
এজেড/এমইউএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।