নাটোর: নাশকতার অভিযোগে নাটোরের লালপুর ও গুরুদাসপুর উপজেলা থেকে জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমির চাঁচকৈর পুরাতন পাড়ার আবদুল খালেক মোল্লা (৫০), লালপুর উপজেলা শিবিরের সভাপতি নুরুল্লাহপুর গ্রামের আমিরুল ইসলাম (৩০) ও কর্মী ওয়ালিয়া গ্রামের মুহাইমিনুল ইসলাম আশিক (২২)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, আমিরুল ও মুহাইমিনুলের বিরুদ্ধে থানায় নাশকতার মামলাসহ নানা অভিযোগ রয়েছে। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাশেমের রায়কে ঘিরে রাতে তারা আবারও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে, গুরুদাসপুর থানার ওসি দীলিপ কুমার দাস জানান, নাশকতার আশঙ্কায় উপজেলা জামায়াতের আমির আবদুল খালেককে গ্রেফতার করা হয়।
উভয় ওসি জানান, গ্রেফতার করা তিনজনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এসআই