ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভুয়া কাগজপত্রে জন্মদিন পালন করায় খালেদা জিয়ার বিরুদ্ধে ‍মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ভুয়া কাগজপত্রে জন্মদিন পালন করায় খালেদা জিয়ার বিরুদ্ধে ‍মামলা

ঢাকা: ভুয়া কাগজপত্র তৈরি করে জন্মদিন পালনের মাধ্যমে অন্যের ক্ষতি সাধন করার  অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ঢাকা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।

মেট্রোপলিটন মেজিস্ট্রেট মোহাম্মাদ মাজহারুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করে এ সংক্রান্ত আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

বাদী তার মামলায় উল্লেখ করেন, ১৯৯৬ সালে ক্ষমতা হারিয়ে খালেদা জিয়া মিথ্যা জন্মদিনের কাগজপত্র তৈরি করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন শুরু করেন। জাতীর পিতাকে অসম্মান করে স্বাধীনতাবিরোধী সহ পরাজিতদের হাস্যরসের খোড়াক যোগাতে এ জন্মদিন পালন শুরু করেন। যা জাতীর সঙ্গে প্রতারণাস্বরূপ।

এমন অভিযোগ এনে জহিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।  বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দুলাল মিত্র ও তরিকুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬/আপডেট: ১২১২ ঘণ্টা
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।