নড়াইল: নড়াইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রফিকুল ইসলামসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে নড়াইল শহর সংলগ্ন মালিবাগ মোড়ে মোটরসাইকেল তল্লাশিকালে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি ককটেল, বেশ কিছু জিহাদি বই এবং সিডি উদ্ধার করা হয়।
আটক অন্য নেতারা হলেন- খুলনার সিদ্দিকীয়া মাদ্রাসার শিবিরের বায়তুলমাল সম্পাদক আব্দুর রহিম ও খাসিয়াল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি রিমন মোল্যা।
পুলিশ জানায়, ভোরে ওই তিন নেতা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে শহর সংলগ্ন মালিবাগ মোড়ে পুলিশের সন্দেহ হলে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি ককটেল, বেশ কিছু জিহাদি বই এবং সিডি উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।
আটক শিবির নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
আরএ