ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জামায়াত-শিবিরের নারী কর্মীসহ গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
ঝিনাইদহে জামায়াত-শিবিরের নারী কর্মীসহ গ্রেফতার ৬

ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ২ নারী নেতাকর্মীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার সাবেক পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান (৫২) ও তার স্ত্রী সালমা আক্তার (৪০), একই এলাকার মেহেদি হাসানের স্ত্রী সোহেলী আক্তার (১৮), শৈলকুপা উপজেলার কচুয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শাহেদ আলী (৪০), কোটচাঁদপুর উপজেলার ডালিমপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৬) ও মহেশপুর উপজেলার সৈয়দপুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৮)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, নাশকতার মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর থানা থেকে জামায়াত-শিবিরের ২ নারীসহ ৩ জন এবং শৈলকুপা, কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৩ জন জামায়াত-কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।