ঢাকা: রাত পোহালেই ২২ অক্টোবর। দিনটি বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের।
আয়োজনকে ঘিরে পুরো সোহরাওয়ার্দী উদ্যানেই এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্মেলন আয়োজক কমিটির পক্ষ থেকে শতভাগ প্রস্তুতি সম্পন্ন করার কথা বলা হলেও টুকটাক পরিসরে এখনও ঠুকঠাক কাজ করা হচ্ছে।
শুক্রবার (২১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, সৌন্দর্যবর্ধণকারী কর্মীরা এখনও ব্যস্ত। কেউ মঞ্চের এক অংশে রংয়ের কাজ করছেন, কেউ চেয়ার সাজাচ্ছেন, আবার অনুষ্ঠানস্থলের কোথাও কমতি পড়লো কিনা সে বিষয়টি বার বার দেখভাল করছেন।
ব্যানার, ফেস্টুন, লাইটিং সব মিলিয়ে এক মহাজমায়েতকে স্বার্থক করার প্রস্তুতি।
মঞ্চের ডান পাশে স্বাধীনতা স্তম্ভের জলাশয়ে লাগানো হয়েছে কৃত্রিম শাপলা, ভাসছে ডিঙ্গি নৌকা। যা বাড়তি নজর কাড়বে সবারই।
এদিকে কঠোর নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আর তাদের সহযোগিতা করতে মাঠে থাকবে ২ হাজার ২০০ দলীয় স্বেচ্ছাসেবক।
সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রত্যেকেই অনেক আগ্রহ নিয়ে যার যার দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ইতোমধ্যে সম্মেলনস্থলের শতভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সব প্রস্তুতি সম্পন্ন, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সম্মেলন উদ্বোধন করবেন।
২০তম জাতীয় সম্মেলন পরিপূর্ণ স্বার্থক ও সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
পিএম/আইএ