ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আরও উন্নত হবে আমাদের বন্ধুত্ব’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
‘আরও উন্নত হবে আমাদের বন্ধুত্ব’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভুটানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে এ সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির তথ্য ও যোগাযোগমন্ত্রী পিপলস্‌ পার্টির নেতা দিনা নাথ ডুনগেল।

 

তিনি বলেছেন, ‘আমাদের বন্ধুত্ব এগিয়ে চলেছে।

আগামীতে আরও উন্নত হবে’।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা স্মরণ করে দিনা নাথ ডুনগেল বলেন, ‘প্রতিবেশিদের মধ্যে ভুটান সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন দিয়েছে। ভুটান আপনাদের সঙ্গে আছে। ভুটানের সরকার আপনাদের সঙ্গে আছে’।

তিনি বলেন, ‘ভুটানের গণতন্ত্র নতুন, কিন্তু ইউনিক। ভুটানের রাজকীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জনগণের মতামতের ভিত্তিতে কাজ কাজ করছে গণতান্ত্রিক সরকার।   বাংলাদেশের পাশে আমরা রাজার পক্ষে, সরকারের পক্ষে সবকিছু করবো’।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।