রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।
বিগত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন মৃত্যুবরণ করলে এ আসনটি শুন্য হয়।
দিরাই উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সেন গুপ্তের সঙ্গে এই আসনে নির্বাচন করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা অবনী মোহন দাস, ব্যারিস্টার অনূকুল তালুকদার ডালটন, অ্যাড শামছুল ইসলাম, প্রবাসী আওয়ামী লীগ নেতা শামছুল হক, সাংবাদিক দিপক চৌধুরী মনোনয়নপত্র কিনেছিলেন।
কিন্তু সব জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তকে মনোনয়ন দেওয়া হয়।
জয়া সেন গুপ্ত বিগত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। এছাড়াও তিনি সব সময় নির্বাচনী এলাকায় সুরঞ্জিত সেন গুপ্তের সঙ্গে আসতেন। এতে করে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক রয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
আরএ/এসএইচ