বৃহস্পতিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের প্রার্থী আনজুম সুলতানা সীমা ও দুপুর সাড়ে ১২টায় বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের কাছে তাদের মনোয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় সীমার সঙ্গে তার বাবা কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান, জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা শফিক সিকদার, মহানগর আওয়ামী লীগের নেতা নুর উর রহমান মাহমুদ তানিম ও যুবলীগ নেতা শাহিনুল ইসলাম শাহিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় মেয়র প্রার্থী সীমা সাংবাদিকদের জানান, সবার সহযোগিতা নিয়ে আমি নির্বাচন করতে চাই। দলীয় নেতাকর্মীদের প্রচেষ্টায় নৌকার জয় হবে ইনশাল্লাহ।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক সহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
মনোনয়নপত্র দাখিল শেষে সাক্কু সাংবাদিকদের বলেন, আমরা লেভেল প্লেয়িং ফিল্ড চাই। গতবার দলের বাইরে গিয়ে নির্বাচন করেও বিজয়ী হয়েছি। এবার দলের সমর্থন পেয়েছি। তাই বাড়তি সাহস রয়েছে। আশা করি, জনতার রায় আমাদের পক্ষে থাকবে।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আশা করি, নির্বাচন কমিশন এ নির্বাচনের মাধ্যমে তাদের নিরপেক্ষতার প্রমাণ দেবে। ধানের শীষকে বিজয়ী করার জন্য কুমিল্লার সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এসআই