এদিন তিনটি উপজেলায় সাধারণ ও ১১টিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ৪টি পৌরসভায় নির্বাচনও রয়েছে।
রোববার (০৫ মার্চ) বিকেলে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বিগত কমিশনকে অনেক অভিযুক্ত করা হয়েছে। তাই কেএম নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশন বাড়তি সতর্কতা অবলম্বন করছে। এজন্য পাঁচ নির্বাচন কমিশনার নির্বাচনী এলাকায় গিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক করেছেন। কাজেই নির্বাচনে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সচিব বলেন, নির্বাচনের প্রস্তুতি শতভাগ ওকে (ঠিক) আছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা করা প্রয়োজন সবই করা হবে।
নির্বাচনী এলাকায় ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত আছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে। নির্বাচনের পরিবেশ অনুকূলে আছে। এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই। ভোটের আগের রাতে ভোট যেন কারচুপি না হয়, এজন্য পুরো কমিশন আইন-শৃঙ্খলা বৈঠক করেছে। তারা নির্দেশনা দিয়েছেন কাউকে ছাড় দেওয়া হবে না। কাজেই কেউ দুঃসাহস দেখাবে না।
প্রভাবশালীদের উদ্দেশ্যে সচিব বলেন, যেকোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করা হবে। তাই সবার সহযোগিতার আহ্বান জানান ইসি সচিব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না, এ কথাটা ঠিক না। তবে যতো অভিযোগ আসছে, এর মধ্যে আমলে নেওয়ার মতো একটা অভিযোগ রয়েছে। সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রমাণ ছাড়া কোনো অভিযোগের ব্যবস্থা হবে না। কাজেই প্রমাণসহ অভিযোগ আসতে হবে। দেখতে হবে কে কি আঙ্গিকে প্রচারণায় অংশ নিয়েছেন বা নির্বাচনী অনিয়ম করেছেন। নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে ম্যাজিস্ট্রেটরা আছেন। তারা আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেবেন। প্রমাণ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার যেসব উপজেলায় নির্বাচন হবে সেগুলোর মধ্যে রয়েছে- জলঢাকা, সুজানগর, ঈশ্বরদী, বড়াইগ্রাম, হোসেনপুর, বানারীপাড়া, গৌরনদী, রাঙ্গাবালী, কলারোয়া, মোড়েলগঞ্জ, ওসমানী নগর, জগন্নাথপুর, গুইমারা ও কুমিল্লার আদর্শ সদর।
আর যেসব পৌরসভায় বিভিন্ন পদে নির্বাচন হবে সেগুলো হলো- টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদ, পটুয়াখালীর গলাচিপ পৌরসভায় মেয়র পদ, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ ও বগুড়ার শেরপুর পৌরসভায় ৭ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদ।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
ইইউডি/জেডএস