ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

রাজনীতি

দুর্নীতির কারণেই গ্যাসের এমন মূল্যবৃদ্ধি: মান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, মার্চ ৫, ২০১৭
দুর্নীতির কারণেই গ্যাসের এমন মূল্যবৃদ্ধি: মান্না জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা-ছবি: রানা-বাংলানিউজ

ঢাকা: সরকার গ্যাস বিতরণ ও  নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি না করলে গ্যাসের এমন মূল্যবৃদ্ধি হতো না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

রোববার (০৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশে যেসব বিশেষজ্ঞ গ্যাস ও জ্বালানি নিয়ে গবেষণা করেন তারা বলছেন একমাত্র প্রশাসনের দুর্নীতির কারণেই বারবার দেশে গ্যাসের মূল্য বাড়ানো হচ্ছে।

সারাবিশ্বে যেখানে গ্যাস ও তেলের দাম কমানো হচ্ছে সেখানে বাংলাদেশেই কেবল গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। ’

তিনি বলেন, ‘রাষ্ট্রব্যবস্থা যদি জনবান্ধব হতো, তাহলে সরকার জনগণের দুঃখদুর্দশা দূর করতে কাজ করতো। কিন্তু বর্তমান সরকারের আমলে রাষ্ট্রব্যবস্থা জনবান্ধব নয় বলে জনগণের কথা চিন্তা না করেই বারবার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। ’

সবার প্রতি আহ্ববান জানিয়ে এ সময় তিনি বলেন, ‘আসুন আমরা অন্যায়ভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা সবাই মিলে আন্দোলন করলে সরকার অযৌক্তিকভাবে কোনো কিছুই আমাদের ওপর আর চাপিয়ে দিতে পারবে না। ’

সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের শুভবুদ্ধির উদয় হোক।   যাতে আপনারা জনগণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে গ্যাসের মূল্য আর না বাড়ান। ’

মানববন্ধনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।