ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাতিয়ায় সংঘর্ষের ঘটনায় ৮৭ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
হাতিয়ায় সংঘর্ষের ঘটনায় ৮৭ জনের বিরুদ্ধে মামলা

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৮৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

ওই সংঘর্ষে কেন্দ্রীয় যুবলীগ নেতা আশরাফ উদ্দিনসহ দুইজন গুলিবিদ্ধ হন।  এ ঘটনায় রোববার গুলিবিদ্ধ আশরাফ উদ্দিনের ভাই অ্যাডভোকেট সাইফ উদ্দিন বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন।

সোমবার (০৩ এপ্রিল) হাতিয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়।  

মামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী সমর্থিত রবীন্দ্র গ্রুপের প্রধান রবীন্দ্র চন্দ্রকে প্রধান আসামি করে ৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ এসব তথ্য জানিয়েছেন।
 
প্রসঙ্গত, দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে আফাজিয়া বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের গুলিতে যুবলীগ নেতা আশরাফ উদ্দিনসহ দুইজন আহত হন। দুইজন গুলিবিদ্ধ ছাড়াও এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ কর্মী আহত হন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।