ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি না আসলেও নির্বাচন হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
বিএনপি না আসলেও নির্বাচন হবে সমাজ তান্ত্রিক দল (জাসদ) আয়োজিত সেমিনার/ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপি না আসলেও বর্তমান সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মোহম্মদ নাসিম বলেন, একটা কথা পরিষ্কার বলতে চাই, ১৪ দলের পক্ষ থেকে বলতে চাই, আওয়ামী লীগের পক্ষ থেকে বলতে চাই-সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে।

এখন যে যত স্লোগান দিক না কেন, এর কোনো অর্থ আমাদের কাছে নেই। কোনোভাবে এ ব্যাপারে কোনো আপস করা হবে না। বিন্দুমাত্র আপস করার কোনো সুযোগ নেই।

শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন উল্লেখ করে তিনি বলেন, কে নির্বাচনে আসল, কে আসল না-এ নিয়ে আমরা চিন্তা করি না। হুমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণ গতবার যেভাবে ভোট দিয়েছিলো, এবারও সেভাবে ভোট দেবে।

নির্বাচনে আসা না আসা দলের ওপর নির্ভর করে। এমন মন্তব্য করে নাসিম বলেন, সেই দল (বিএনপি) আবার যদি নির্বাচনে না আসে, তাহলে শেষ হয়ে যাবে। এ ব্যাপারে অনুরোধ করার দরকার নেই। কাউকে তোষামোদ করার দরকার নেই। বিএনপি আসুক, না আসুক সময় মতো নির্বাচন হবে।

আমার কথা হেডলাইন করে দেন-বিএনপি না আসলেও নির্বাচন হবে। কাউকে তোষামোদ করে নির্বাচনে আনবো না। নির্বাচন হবে, ১৪ দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। জনগণ চাইলে আবারও সরকার গঠন করবে-বলেন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

হাসানুল হক ইনুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, বাসদের রেজাউর রশীদ, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, জঙ্গি দমনের যুদ্ধ চলছে এবং যুদ্ধটা আমরা এখনো সম্পন্ন করতে পারিনি। যুদ্ধটা আমরা আগেই শেষ করতে পারতাম যদি জঙ্গির দোসর বিএনপি-জামায়াত চক্র এবং খালেদা জিয়া জঙ্গিদের প্রকাশ্যে সমর্থন না দিতেন।

জঙ্গি দমনে আমরা বার বার বাধাগ্রস্ত হয়েছি, জঙ্গির তাণ্ডব দেখেছি, আগুন সন্ত্রাস দেখেছি, ৯২ দিনের আগুন যুদ্ধ দেখেছি এবং এ সব কিছুকে অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাচ্ছে- বলেন জাসদ সভাপতি।

তিনি বলেন, জঙ্গি দমনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অতীতের অনুন্নত বাংলাদেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে উন্নয়ন যুদ্ধ শুরু করেছেন। সুতরাং আমাদের দুটো যুদ্ধ একই সঙ্গে চালাতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এজেড/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।