শনিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে ওই গ্রামের ডাঙ্গার মাঠে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত শওকত আলী ফারাজির বাড়ি একই গ্রামে।
তিনি কালিদাসপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন বলে জানিয়েছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম।
পুলিশ জানায়, সকালে ডাঙ্গার মাঠে নিজের ভুট্টা ক্ষেতে কৃষি কাজ করছিলেন শওকত। এসময় অচেনা কয়েকজন দুর্বুত্ত এসে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত ব্যক্তির ছোট ভাই কেরামত ফারাজি অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীরা তাকে হত্যা করিয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন জানান, হত্যাকারীদের চিহ্নিত করে আটক করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসআই