তিনি বলেন, গণতন্ত্রের সর্বনিম্ন স্তর হলো ভোটাধিকার প্রয়োগ। কিন্তু এ দেশে নির্বাচনে এখন ভোট দিতে হয় না।
শনিবার (২২ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় মৌলবাদ ও জঙ্গিবাদ বিরোধী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
জমিস মণ্ডল বলেন, বর্তমানে ধর্মের দোহাই দিয়ে যারা রাজনীতি করছেন তারা সাবধান হয়ে যান। ধর্মের দোহাই দিয়ে বেশিদিন চলা যাবে না।
কমিউনিস্ট পার্টির আমলা শাখা প্রধান ও কৃষক নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক কমরেড জলি তালুকদার, কুষ্টিয়া জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড ওয়াকিল মুজাহিদ, সম্পাদক মণ্ডলীয় সদস্য কমরেড রফিকুল ইসলাম, শামসুজ্জোহা মন্টু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড ম. হেলাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এনটি/বিএস