ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

বুলু-দুলু-নীরবসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৮, এপ্রিল ২৩, ২০১৭
বুলু-দুলু-নীরবসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এক মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাইফুল ইসলাম নীরবসহ ২৯ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (২৩ এপ্রিল) মামলাটির চার্জশিট আমলে নিয়ে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বাংলানিউজকে জানান, বিশেষ ট্রাইব্যুনালে-২৫৮/১৭ মামলার মোট আসামি ৩১ জন।

 

এর মধ্যে রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। অপর ২৯ আসামি আদালতে অনুপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় ৩৬(১)১৫ নম্বর মামলাটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এমআই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ