ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৩শ’ আসন নিয়ে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
৩শ’ আসন নিয়ে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

লালমনিরহাট: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ৩শ’ আসন নিয়ে ওই নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

রোববার (২৩ এপ্রিল)  দুপুরে পাঁচদিনের সফরে ব্যক্তিগত সফরে ভারত যাওয়ার পথে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

তিস্তা চুক্তি নিয়ে এরশাদ বলেন, তিস্তার পানি চুক্তি এ সরকারের আমলেই হবে বলে শুনেছি।

আমরা নিশ্চিত শেখ হাসিনার সরকারের আমলেই তিস্তার পানি চুক্তি বাস্তবায়িত হবে।  

মামলা দিয়ে আমাকে রাজনীতি থেকে দূরে রাখা আর সম্ভব নয়। দীর্ঘ ২৫ বছরের মামলা শেষ হয়েছে। আর কয়েকটি মামলা রয়েছে যেসব শেষ করে আবারও মাঠে নামবো, যোগ করেন তিনি।

অপরদিকে, এরশাদের এ সফরে সঙ্গে রয়েছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। তিনি জানান, ভারতের কুচবিহারে পৈত্রিক বাড়ির উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের এ যাত্রা।  

এরশাদ বুড়িমারী স্থলবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার দেন।  

২৭ এপ্রিল তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি এবং এবারের সফর সঙ্গী সুনীল শুভ রায়।  

এ সময় তাকে শুভেচ্ছা জানাতে কেন্দ্রীয় নেতাকর্মীসহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।