কিন্ত এখন পয্র্ন্ত পুলিশি অনুমতি পায়নি দলটি। এই মুহূর্তে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে।
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বৃহস্পতিবার বেলা ১২টায় বাংলানিউজকে জানান, ইতোমধ্যে গণপূর্ত বিভাগের অনুমতি মিলেছে। এখন পুলিশি অনুমতির জন্য দায়িত্বপ্রাপ্ত নেতারা ডিএমপি কার্যালয়ে অবস্থান করছেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর ‘গণতন্ত্র হত্যা দিবস’ পহেলা মে মহান ‘মে দিবস’, পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন ইস্যুতে গত তিন বছর অন্তত ৭ বার সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চেয়ে অনুমতি পায়নি বিএনপি।
চলতি বছর ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের জন্য সোহরাওয়াদী উদ্যানে সমাবেশের অনুমতি চায় বিএনপি। কিন্তু কয়েক দফা তারিখ পরিবর্তন করেও অনুমতি পায়নি তারা। তবে এবার অনুমতির ব্যাপারে আশাবাদী দলটি।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এজেড/বিএস