ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে খালেদার টুইট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, মে ৪, ২০১৭
পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে খালেদার টুইট এসএসসি পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে খালেদার টুইট

ঢাকা: মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টুইটারে’ টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (০৪ মে) বিকেলে ফল প্রকাশের পর তার ব্যক্তিগত অ্যাকাউন্টে লেখেন, ‘এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্যদের, তাদের অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন। জীবনের পরবর্তী ধাপে তোমাদের (পরীক্ষার্থীদের) যাত্রা আরও সফল হোক।

তবে সকাল ১০টায় ফল প্রকাশ হলেও প্রায় ৬ ঘণ্টা পর তিনি এই টুইট করলেন।
খালেদার টুইটগত বছর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিন টুইটার অ্যাকাউন্ট খোলেন খালেদা জিয়া। আজকের এই টুইট বার্তার মাধ্যমে তিনি ১০০ বার্তার মাইল ফলক স্পর্শ করলেন। বিভিন্ন জাতীয় ইস্যু ও দিবসে তিনি নিয়মিত টুইট করছেন। মঙ্গলবার (০২ মে) সন্ধ্যায় টুইটার কর্তৃপক্ষ খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্টকে ভেরিফায়েড মর্যাদা দেয়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ