শুক্রবার (০৫ মে) সন্ধ্যায় নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিনিধি সভায় প্রধান বক্তা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সুষ্ঠু, অবাধ ও সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন মূখ্য নয়, নির্বাচনকালীন সরকার কেমন হবে সেটিই মূখ্য।
সেজন্য একদিকে আন্দোলন চলবে, অন্যদিকে চলবে নির্বাচনের প্রস্তুতি।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের ফলে বাংলাদেশের মাটিতে একদলীয় নির্বাচন আর হবে না। এই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও সবার অংশগ্রহণের মধ্য দিয়ে। এই নির্বাচনে দেশের মানুষ সরকারের দুর্নীতি ও দুঃশাসনের জবাব দেবে।
যৌথ প্রতিনিধি সভায় জেলা বিএনপির সভাপতি এ জেড গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান, উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি নেতা শামীমা বরকত প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এসআই