ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

অপপ্রচারের বিরুদ্ধে প্রচারে নামতে হবে: জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৮, মে ৭, ২০১৭
অপপ্রচারের বিরুদ্ধে প্রচারে নামতে হবে: জয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: অপপ্রচার মোকাবেলা করতে হলে নিজেদের প্রচার করতে হবে। শুধু কাজ করলেই হবে না, মানুষকে জানিয়ে দিতে হবে, আমরা তাদের জন্য কি করছি।

রোববার (০৭ মে) আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির নতুন কার্যালয়ে ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়’ শীর্ষক কর্মশালায় এসে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।  

তিনি বলেন, কাজ করলে মানুষ ভোট দেবে।

তবে বাস্তব কথা হচ্ছে, এখন প্রচারের যুগ। তাই প্রচার করতে হবে।

তরুণদের স্যোশাল মিডিয়ার মাধ্যমে কাছে টানার ওপর গুরুত্বারোপ করে জয় বলেন, তরুণরা খবরের কাগজ খুব একটা পড়ে না। তারা টিভি দেখে, স্যোশাল মিডিয়া থেকে সবচেয়ে বেশি খবর পায় তারা। স্যোশাল মিডিয়ায় প্রচারের কাজটা চলমান রাখতে পারলে তরুণরা ভবিষ্যতের আওয়ামী লীগের ভোটার হয়ে থাকবে।  

সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, সিনিয়ররা অনেকে নিজেদের প্রচার-প্রচারণা খুব একটা করেত চান না।  

তাদের উদ্দেশ্য করে বলেন, সৎ মানুষ নিজেদের ঢোল বা প্রচার-প্রচারণা করেত লজ্জা পান। তবে লজ্জা পেলে হবে না, প্রচার করতে হবে।

আওয়ামী লীগের আয়োজনে তিনদিনের এ কর্মশালার উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঞ্চালনায় প্রথম দিনের কর্মশালায় ৫০ জন সংসদ সদস্য অংশ নিচ্ছেন। আগামী দু’দিনে আরও ১০০ সংসদ সদস্য এ কর্মশালায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মে  ০৭, ২০১৭
এমইউএম/এসএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ