জোটের দলগুলো মোট ৪টি ভাগে বিভক্ত। এর মধ্যে জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় ইসলামী মহাজোট ও বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)।
এর মধ্যে জাতীয় ইসলামী মহাজোটে রয়েছে ৩৫টি দল ও বাংলাদেশ জাতীয় জোটে রয়েছে ২১টি দল।
রোববার (০৭ মে) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নতুন জোটের নাম ঘোষণা করে এরশাদ বলেন, আমরা মহাজোটের সঙ্গে ছিলাম। এখন নতুন জোট করেছি। ভবিষ্যতে মহাজোটের সঙ্গে থাকবো কিনা তা নতুন গঠিত জোট সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসটি/জেডএস