ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনবিচ্ছিন্নরা ভোটের মনোনয়ন পাবেন না: শেখ হাসিনা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মে ৭, ২০১৭
জনবিচ্ছিন্নরা ভোটের মনোনয়ন পাবেন না: শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ছবি: পিআইডি

জাতীয় সংসদ ভবন থেকে: আগামী নির্বাচনে জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দেয়া হবে না বলে হুশিয়ার করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

রোববার (৭ মে) সন্ধ্যায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে আয়োজিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জনগণের কাছে গিয়ে সরকারের উন্নয়ন কাজগুলো তুলে ধরার নির্দেশ দেন।

একই সঙ্গে তৃণমূল নেতা ও কর্মীদের আরো কাছে টেনে নিয়ে আগামীতে কাজ করে যেতে বলেন। দায়িত্বশীল একাধিক বৈঠকসূত্র এ তথ্য জানিয়েছে।

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা

সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সালের নির্বাচনের মতো হবে না।  এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে, আরও কঠিন হবে।
 
যাদের জনসম্পৃক্ততা নেই তিনি তাদের দায়িত্ব নেবেন না এমন ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, জনবিচ্ছিন্নরা দলীয় মনোনয়ন পাবেন না।  

সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সভায় স্বতন্ত্র ১১ জন সদস্য যোগ দেন। এরা  হলেন-গাইবান্ধা-৪ আবুল কালাম আজাদ, নওগাঁ-৩ এর ছলিমউদ্দিন তরফদার, কুষ্টিয়া-১ রেজাউল হক চৌধুরী, ঝিনাইদা-২ তাহজীব আলম সিদ্দিকী প্রমুখ।

বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা অনেক উন্নয়ন করেছি, কিন্তু সেই আত্মতুষ্টিতে ভুগলে হবে না। এলাকায় জনগণের কাছে যেতে হবে। যাদের এলাকায় জনসম্পৃক্ততা আছে তারাই মনোনয়ন পাবেন।
 
জনগনের সাথে যাদের সম্পর্ক নেই তাদের দায়িত্ব আমি নিতে পারবো না। আগামী নির্বাচনের তারা মনোনয়ন পাবে না।  
তিনি বলেন, আমি জরিপ করছি, আরও জরিপ করা হবে। কার কি অবস্থা তার তালিকা করছি।

সূত্র জানায় বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের যার যা ভুল আছে সেগুলো যদি শুধরে নিতে পারেন। জনগণের সমস্যাগুলো যদি সমাধান করতে পারেন তাহলে মনোনয়ন পাবেন।  গত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধীতায় ১৫০ জন জিতে এসেছেন। এবার সেইভাবে জেতা যাবে না। নিজের আসনেই নিজেই প্রস্তুত হন। নির্বাচনে প্রতিযোগিতা করে জিতে আসতে হবে।  
 
সদ্য যোগ দেওয়া ১১ জন স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, আপনাদের অনেকেরই এলাকায় জনপ্রিয়তা আছে, খোঁজ খবর নিয়েছি। দলের কর্মকাণ্ড নিয়ে জনগণের নিকট যেতে হবে,আরও সম্পৃক্ততা বাড়াতে হবে।  

এসময় তিনি স্বতন্ত্র এমপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ইউসূফ আব্দুল্লাহ হারুন এর উদ্দেশ্যে বলেন, আপনি আওয়ামী লীগে এসেছেন ভাল হয়েছে। তবে আমার কাছে খবর আছে এলাকায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন। তাদের মামলাগুলো তুলে নেবেন। প্রত্যেক এমপিকে সরকারে উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে।  
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও ব্যবহার করতে হবে। উন্নয়ন চিত্র সেখানেও তুলে ধরতে হবে। আমরা এতো আর্থ সামাজিক বিল্পব ও উন্নয়ন করেছি সেটা এমপিরা যদি না জানেন তাহলে জনগণকে জানাবেন কিভাবে।
 
সূত্র জানায়,  হাবিব-ই-মিল্লাত বৈঠকে বলেছেন, মন্ত্রীরা প্রতিশ্রুতি দেন, কিন্তু তা বাস্তবায়ন করেন না।  

বাংলাদেশ সময় ২২১১ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।