ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গা ইস্যু সমাধানে ভূমিকা রাখুন, ওআইসিকে রওশন 

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
রোহিঙ্গা ইস্যু সমাধানে ভূমিকা রাখুন, ওআইসিকে রওশন  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখতে অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সের (ওআইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমাদ আল ওতাইমিনের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতে সফররত ওআইসি মহাসচিবকে রওশন এরশাদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-মায়ানমার দ্বি-পক্ষীয় সম্পর্ক ক্রমেই জটিল হয়ে ওঠছে।

মায়ানমারের সংখ্যালঘু মুসলিমদের ওপর সীমাহীন নির্যাতন ও তাদের জাতিগত নিধনকার্যে অসহায় রোহিঙ্গারা। আর এ অবস্থার উত্তরণের জন্য রোহিঙ্গা ইস্যুতে ওআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় ওআইসির মহাসচিব ড. ওতাইমিন বলেন, রোহিঙ্গা ইস্যু একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এ বিষয়টি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা হবে।  

‘ওআইসিতে বাংলাদেশের ভূমিকা ক্রমেই বাড়ছে। এ সফরে মুসলিম বিশ্ব, উম্মাহ ও ওআইসি ইস্যুগুলোতে বাংলাদেশের অবস্থান এবং পরামর্শ সম্পর্কে আরও জানার সুযোগ হচ্ছে। ’

বিরোধীদলীয় নেতা রওশন বলেন, ইসলামী ঐক্যজোটভুক্ত দেশগ‍ুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নিয়মিত সংলাপ, সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে এ বন্ধনকে আরও এগিয়ে নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিকসহ বহুমুখী সম্পর্ক বিদ্যমান। এ অঞ্চলে বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার। বিভিন্নমুখী উদ্যোগের ফলে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল হয়েছে।  

জাতীয় উন্নয়ন ও ইসলামী ভ্রাতৃত্ববোধ নির্মাণে বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে মুসলিম বিশ্বে আস্থা বাড়ানোর ক্ষেত্রে ওআইসির ভূয়শী প্রশংস‍া করেন বিরোধীদলের নেতা। ‍

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর, সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, রওশন আরা মান্নান, খুরশিদ আরা হক প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।