ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ঢাবিতে ভর্তি জালিয়াতির দায়ে ছাত্রলীগ নেতা বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, অক্টোবর ২০, ২০১৭
ঢাবিতে ভর্তি জালিয়াতির দায়ে ছাত্রলীগ নেতা বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়  (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্ন ফাসেঁর অভিযোগে  আটক ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মহিউদ্দিন রানাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

পরে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহিউদ্দিন রানাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে মহিউদ্দিন রানাকে  ঢাবির শহীদুল্লাহ হলে তার নিজ কক্ষ থেকে ডিজিটাল ডিভাইসসহ আটক করে সিআইডি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১১-২০১২ শিক্ষার্বেষর এ ছাত্রের কাছ থেকে জব্দ করা প্রশ্ন ফাঁসের বিভিন্ন অডিও, ভিডিও ক্লিপস জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এসকেবি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ