ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রংপুরে জেলা যুবদলের বিক্ষোভ-সমাবেশে পুলিশের বাধা

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, নভেম্বর ২, ২০১৭
রংপুরে জেলা যুবদলের বিক্ষোভ-সমাবেশে পুলিশের বাধা রংপুরে জেলা যুবদলের বিক্ষোভ-সমাবেশ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ আটক সব নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ-মিছিল শুরু করে নেতা-কর্মীরা।

এসময় কিছু দূর গিয়ে প্রধান সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়।

পরে পুলিশি বাধা উপেক্ষা করে সেখানেই সমাবেশ করে নেতা-কর্মীরা।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক শামসুল হক ঝন্টু, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জেমস প্রমুখ।

নাজমুল আলম নাজু বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রের নামে অবৈধভাবে বিএনপি নেতাকর্মীদের জেলহাজতে বন্দি করে রাখতে চাইছে। অবিলম্বে আটক সব নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।