ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের আক্রমণ বিএনপির ওপর নয়, গণতন্ত্রের ওপর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, নভেম্বর ৩, ২০১৭
আওয়ামী লীগের আক্রমণ বিএনপির ওপর নয়, গণতন্ত্রের ওপর বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস; ছবি- জিএম মুজিবুর

ঢাকা: সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা আওয়ামী লীগের পরিকল্পিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, আওয়ামী লীগের আক্রমণ বিএনপির উপর নয়। তাদের আক্রমণ গণতন্ত্রের উপর, স্বাধীনতার উপর, দেশের গণতন্ত্রকামী মানুষের উপর।

শুক্রবার (০৩ নভেম্বর) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এই সফরে বিএনপির অর্জন কি? আমি বলবো, বিএনপির অর্জন যাই হোক না কেন, আওয়ামী লীগের বিসর্জন অনেক।

তিনি বলেন, হামলার ঘটনা না ঘটলে আওয়ামী লীগের প্রকৃত চেহারা দেখা যেত না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে।

খালেদা জিয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে কক্সবাজার যাওয়ার সময় তার গাড়িবহরে সন্ত্রাসীদের হামলায় আহত চট্টগ্রামের বায়েজিদ থানার স্বেচ্ছাসেবক দলের বাংলাবাজার ইউনিটের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সঞ্জু মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম,  সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।