ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির চিঠি

ঢাকা: ৭ নভেম্বর বিএনপির পালিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী বুধবার(৮ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে দলটি।

শুক্রবার (০৩ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা বুধবার (৮ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবো।

সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে চিঠি দিয়েছি। আশা করি প্রশাসন আমাদের সেই অনুমতি দেবে। এমনকি দলের নেতাকর্মীদেরকেও প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে দলের মহাসচিবের সঙ্গে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানে ৭ নভেম্বর উপলক্ষে ৫ থেকে ১৪ তারিখ পর্যন্ত ১০ দিনব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিগত বছর একই দিনে দলের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অথবা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাওয়া হলেও শেষ পর্যন্ত সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন।

সমাবেশে খালেদা জিয়া থাকবেন  কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেছেন, আমরা বড় সমাবেশ করবো। তবে ম্যাডাম থাকবেন কি না তা পরে জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের ‍উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।