শনিবার (০৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের সাতকানিয়ায় পথসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
এর আগে চন্দনাইশের পথসভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, কোনো সাম্প্রদায়িক লোকদের দলে নেবেন না। মনোনয়ন নিয়ে ঝগড়া করবেন না। দলে কাউকে ফ্রি-স্টাইল চলতে দেওয়া হবে না। জনগণণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরা মনোনয়ন পাবেন।
তিনি বলেন, দল ভারী করার জন্য খারাপ লোকদের দলে টানবেন না। দলে কোনো পকেট কমিটি করবেন না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির দেখার মতো বা চোখে পড়ার মতো কোনো কাজ বর্তমান সরকার করে নাই। তিনি বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়ন করে ক্ষান্ত নন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশেও দাঁড়িয়েছেন।
ওবায়দুল কাদের কর্মীদের উদ্দেশে বলেন, জনগণকে খুশি রাখুন। যারা মানুষকে কষ্ট দিয়েছেন তারা গিয়ে ক্ষমা চান। এটাই দলের নির্দেশ।
কক্সবাজারে যাওয়ার পথে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পথসভা করে যাচ্ছেন ওবায়দুল কাদের।
**জনতার ভিড় ঠেলে কক্সবাজারের পথে ওবায়দুল কাদের
**‘বিশ্বমিডিয়ায় দেখাতে সাংবাদিকদের ওপর বিএনপির হামলা’
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসএ/বিএস