কক্সবাজার যাওয়ার পথে শনিবার (০৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, লোহাগড়ার পথসভা করেন ওবায়দুল কাদের। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে তিনি দলের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সন্ধ্যা সোয়া ৭টায় মন্ত্রী কক্সবাজারের চকরিয়ায় আরেকটি পথসভায় বক্তব্য রাখেন।
নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচারণ করবেন না। কষ্ট দেবেন না। যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের কাছে গিয়ে ক্ষমা চান।
আর পথে পথে মনোনয়ন প্রত্যাশিরা গাড়িবহর নিয়ে যোগ দিয়েছেন। এসব মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে কাদের বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে।
হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, দলের সিদ্ধান্ত না মানলে তার জন্য দলের দরজা চিরতরে বন্ধ থাকবে।
এদিকে লোহাগড়া থেকে কক্সবাজারের দিকে যাওয়ার পথে দলের নেতাকর্মীরা দুটি হাতি দিয়ে বরণ করেন সাধারণ সম্পাদককে। সন্ধ্যার দিকে কয়েকশ’ নারী কর্মী রাস্তার দুই পাশে ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসএ/বিএস