ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদাকে নির্বাচন থেকে মাইনাস করার চক্রান্ত চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, নভেম্বর ৪, ২০১৭
খালেদাকে নির্বাচন থেকে মাইনাস করার চক্রান্ত চলছে

যশোর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে সরকার নানা চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

তিনি এও বলেন, খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো নির্বাচন সম্ভব নয়।  

শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে পেশাজীবী সংগঠনের ব্যানারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের মানুষ হাসিনা সরকারের সব ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে।  

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অ্যাড. হাজী আনিচুর রহমান মুকুল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।