ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কালীগঞ্জে মাদকসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, নভেম্বর ৬, ২০১৭
কালীগঞ্জে মাদকসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলুর রশিদ নান্নুকে (৪৬) ইয়াবা ও ফেনসিডিলসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (০৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয় থেকে তাকে আটক করা হয়। বজলুর রশিদ নান্নু উপজেলার ফয়লা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় বজলুর রশিদ নান্নুর অফিস তল্লাশি করে ৯৬ পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ২৭৭০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।