সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা জাতীয় পার্টির কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাস্ট্রপতি এইচএম এরশাদকে নিয়ে জনসম্মুখে কুরুচিপূর্ণ মন্তব্য করেন পলাশী ইউনিয়ন জাতীয় পার্টির সম্পাদক শাহ আলম সরকার মিন্টু।
এছাড়াও জাপা নেতাদের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ করার একাধিক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে জরুরি সভায় বসেন উপজেলা জাতীয় পার্টি। সেখানে সর্বসম্মতিক্রমে মিন্টুকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে ডাক যোগে তার কাছে চিঠি পাঠানো হচ্ছে।
আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পলাশী ইউনিয়নের সম্পাদক শাহ আলম সরকার মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বহিষ্কারাদেশ সোমবার সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৭
আরএ