ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মহাসচিব পদ হারানোর ভয়ে মির্জা ফখরুল শপথ নিচ্ছেন না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
মহাসচিব পদ হারানোর ভয়ে মির্জা ফখরুল শপথ নিচ্ছেন না

ঢাকা: মহাসচিব পদ হারানোর ভয় এবং যেখান থেকে নির্বাচিত হয়েছেন সেই নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি দায়বদ্ধতা না থাকার কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ খুলনা বিভাগের মহানগর ও জেলাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক এবং এমপিদের সঙ্গে যৌথ সভায় এ মন্তব্য করেন হানিফ।

হানিফ বলেন, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন দুর্নীতির মামলায় দণ্ডিত ও একুশে আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

বিএনপি একজন ফেরারি আসামির মাধ্যমে পরিচালিত দল। এ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই দলের বিরুদ্ধে গিয়ে শপথ নিলে তিনি পদ হারাতে পারেন। এ ভয়ে মির্জা ফখরুল শপথ নিচ্ছে না।

হানিফ আরও বলেন, আরেকটি কারণেও ফখরুল শপথ নেওয়া থেকে বিরত থাকতে পারেন। তা হলো তিনি নিজ আসন থেকে হেরে বগুড়া থেকে নির্বাচিত হয়েছেন। বগুড়া থেকে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল শপথ নিচ্ছেন না, কারণ এটা তার আসন নয়, নিজের এলাকা হলে ভোটারদের প্রতি তার দায়বদ্ধতা থাকতো। বগুড়ার ভোটারদের প্রতি দায়বদ্ধতা নেই। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয় তাই তারা নির্বাচিত নেতাদের সংসদে যাওয়ার বিরুদ্ধে কথা বলেছে। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন। এই দলটি এখন বিলুপ্তর পথে।

এসময় সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে দলের নেতাদের উদ্দেশ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত অশুভ শক্তিকে মোকাবেলা করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে। এজন্য নির্ধারিত সময়ে কাউন্সিল দিয়ে দলকে সংগঠিত করতে হবে।
  
যৌথসভায় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান,  সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এনামুল হক শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯ 
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।