ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী, সম্পাদক অনিক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী, সম্পাদক অনিক সভাপতি মেহেদী, সম্পাদক অনিক

ঢাকা: মেহেদী হাসান নোবেলকে সভাপতি ও অনিক রায়কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৫-২৮ এপ্রিল ছাত্র ইউনিয়নের ৩৯তম জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

এতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অনিক রায়।

এছাড়া নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতিরা হলেন- দীপক শীল, মো. ফয়েজউল্লাহ, জহর লাল রায়, মিফতাহ আল-ইহসান তুর্য, আশজাদুল বোরহান (ময়মনসিংহ বিভাগীয়), অভিজিৎ বড়ুয়া (চট্টগ্রাম বিভাগীয়), নাদিম মাহমুদ, আব্দুল হালিম বাবু।

সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুমাইয়া সেতু, রাজিব রাজ দাস, আরিফুল ইসলাম অনিক এবং কোষাধ্যক্ষ হিসেবে জয় রায়, দপ্তর সম্পাদক ফয়জুর মেহেদী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নজির আমিন চৌধুরী জয়, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাহসীন মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মং শৈ শৈ, সাংস্কৃতিক সম্পাদক রাগিব নাঈম, সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক ঐশ্বর্য আহমেদ, ক্রীড়া সম্পাদক মাহির শাহরিয়ার রেজা দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।