ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার ঐক্যফ্রন্টের গণজমায়েত স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
মঙ্গলবার ঐক্যফ্রন্টের গণজমায়েত স্থগিত জাতীয় ঐক্যফ্রন্টের লোগো

ঢাকা: অনিবার্য কারণবশত জাতীয় ঐক্যফ্রন্টের মঙ্গলবারের (৩০ এপ্রিল) গণজমায়েত কর্মসূচি স্থগিত করা হয়েছে।  

সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।   

সমন্বয়ক কমিটির সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক।

 

মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচিতে নুসরাতসহ ইদানীং সারাদেশে ভয়াবহ নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদে গণজমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে।  
 
সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, এটিএম গোলাম মাওলা চৌধুরী, মোশতাক আহমেদ, জাহাঙ্গীর আলম মিন্টু, লতিফুল বারী হামিম, আব্দুল্লাহ আল তারেক, আজমেরী বেগম ছন্দা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।