ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না'গঞ্জে মে দিবসের র‌্যালি থেকে খালেদার মুক্তির দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, মে ১, ২০১৯
না'গঞ্জে মে দিবসের র‌্যালি থেকে খালেদার মুক্তির দাবি শ্রমিক দলের র‌্যালি, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: মহান মে দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‌্যালি করেছে জেলা ও মহানগর শ্রমিক দল। র‌্যালি থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানান জেলা ও মহানগর শ্রমিক নেতারা।

বুধবার (১ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। ‘শ্রমিক দিবস দিচ্ছে ডাক, খালেদা জিয়া মুক্তি পাক’ স্লোগানে র‌্যালিটি শহরের নিতাইগঞ্জ এলাকা হয়ে চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।

এরআগে সংক্ষিপ্ত সমাবেশে তৈমূর আলম খন্দকার বলেন, আমাদের বক্তব্য এখানে পরিস্কার। আমরা আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো। আমাদের প্রধান দাবি হলো, খালেদা জিয়ার মুক্তি। এছাড়া অন্য কোনো বক্তব্য শুনতে চাই না। বিএনপির কেন্দ্রীয় নেতাদের বলতে চাই, অন্য কিছু শুনতে চাই না। একমাত্র দাবি হলো খালেদা জিয়ার মুক্তি।

এসময় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সভাপতি এসএম আসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা ওলামা দলের সভাপতি শামসুর রহমান খান বেনু, কেন্দ্রীয় যুবদল নেতা আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীব, আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো নাসির উদ্দিন, মহানগর শ্রমিকদলের সাবেক সভাপতি ফারুক হোসেন, শহর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মনতাজ উদ্দিন মন্তু, সহ-সভাপতি আক্তার হোসেন খোকন শাহ, জানে আলম দুলাল, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আওলাদ, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া শহরে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে ও সোনারগাঁয়ে জেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিশাল দু’টি শ্রমিক র‌্যালি হয়েছে। দু’টি মিছিল থেকেও খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মে ১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।