ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খালেদার স্বাস্থ্যের বিষয় গোপন করা হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
‘খালেদার স্বাস্থ্যের বিষয় গোপন করা হচ্ছে’ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড্যাব মহাসচিব ড. আব্দুস সালাম। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সরকারের অশুভ ইশারায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টি গোপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাকর্মীরা।

ড্যাবের নেতাকর্মীদের দাবি, এ গোপনীয়তার ফলে জাতি বিভ্রান্ত হচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে খালেদার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ড্যাব মহাসচিব ড. আব্দুস সালাম।

লিখিত বক্তব্যে আবদুস সালাম বলেন, খালেদা জিয়ার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাক্টিভ ডিফরমিং, রিমেটয়েড আর্থ্রাইটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। এ অবস্থায় তিনি যদি কারাগারে সঠিক চিকিৎসা না পাওয়ায়, স্বাভাবিক পরিবেশে না থাকায় নানা জটিলতা দেখা দিয়েছে। আমরা মনে করি, ষড়যন্ত্রমূলকভাবে তাকে তিলে তিলে নিঃশেষ করার অপপ্রয়াসে তার স্বাস্থ্য নিয়ে অসত্য সংবাদ পরিবেশন করা হচ্ছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। যথাযথ চিকিৎসা না পেলে তার এ অবস্থা স্থায়ী রূপ নিতে পারে। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কর্তৃপক্ষ সরকারের অশুভ ইশারায় জাতিকে বিভ্রান্ত করতে এবং খালেদা জিয়া যাতে জামিন না পান। সেজন্য সত্য গোপন করে অসত্য তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। যারা সংবাদ সম্মেলনে তাকে সুস্থ বলেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সত্যিই যদি তিনি সুস্থ হয়ে থাকেন।  তাহলে ড্যাবের মনোনীত চিকিৎসকদের সঙ্গে তার দেখা করতে দেওয়া হোক।

খালেদা জিয়াকে ব্যক্তিগত চিকিৎসকরা চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তাকে ব্যক্তিগত চিকিৎসকের প্রাপ্য জামিনে মুক্ত পরিবেশে তার পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিতে হবে। না হলে চিকিৎসক সমাজ বসে থাকবে না। বাংলাদেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন গড়ে তুলবে।

তিনি আরও বলেন, বিএসএমএমইউ সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন, যা খুবই দুঃখজনক। বিএসএমএমইউ’র পরিচালক বলছেন, খালেদা জিয়ার অসহযোগিতার কারণে চিকিৎসকরা তার সঙ্গে দেখা করতে পারেন না। যা সম্পূর্ণরূপে মিথ্যা। তিনি একজন বন্দি। তিনি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তিনি অবস্থান করছেন। সেখানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ যেতে পারেন না। সেখানে তার অনুমতির প্রশ্নটি অবান্তর। আমাদের জানা মতে, তিনি কখনই চিকিৎসকদের বাধা দেননি। বরং সবসময় সহযোগিতা করেছেন। যা কিনা মেডিক্যাল বোর্ডের প্রধানের সংবাদ সম্মেলনের বক্তব্য স্পষ্ট।

তিনি জানান, খালেদা জিয়া সবসময় আমাদের সঙ্গে হাসিমুখে কথা বলেন এবং চিকিৎসাবিষয়ক সব প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, বিএসএমএমইউর সাবেক উপ-উপাচার্য ডা. এম এ মান্নান, ড্যাবের সাবেক আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।