ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবক্ষয় দূর করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাপা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
অবক্ষয় দূর করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাপা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, অবক্ষয় দূর করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাতীয় পার্টি (জাপা)। গণমানুষের আস্থা অর্জন করেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করবো আমরা। প্রমাণ হবে জাতীয় পার্টিই গণমানুষের স্বার্থ সংরক্ষণে রাজনীতি করছে।

রোববার (০৩ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।  

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম-দফতর এম এ রাজ্জাক খান, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব বেলাল হোসেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, গোলাম মোস্তফা, আবু সাঈদ স্বপন, সুমন আশরাফ, হুমায়ন খান, এটিএম মমতাজুল করিম, লোকমান ভূঁইয়া রাজু, সৈয়দ মনিরুজ্জামান খান, মিজানুর রহমান, আবুল হাসনাত আজাদ, আহাদ খন্দকার বাইবেল, আব্দুস সালাম লিটন, এস এম ইকবাল আহমেদ, শেখ মাহমুদুল আনোয়ার, গরিবুল্লাহ সেলিম, হাদিস হুসাইন, মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, ওহিদুর রহমান, ইদি আমিন এ্যাপোলো, আবু ইউসুফ ও আরশাদ খন্দকার কাউসার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসএমএকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।