ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে খোকার দ্বিতীয় জানাজা সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, নভেম্বর ৭, ২০১৯
নয়াপল্টনে খোকার দ্বিতীয় জানাজা সম্পন্ন

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাজা নয়াপল্টনে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, লেবার পার্টির চেয়ারম্যান ডা.  মোস্তাফিজুর রহমান ইরানসহ লক্ষাধিক মানুষ অংশ নেন।

এর আগে বেলা সোয়া ১১ টায় সংসদ প্লাজায় প্রথম জানাজার পরে ১২ টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সাদেক হোসেন খোকার মরদেহ রাখা হয়।  

পরে দেড়টায় নয়াপল্টনে আনা হয়। ২টায় নয়াপল্টনে নামাজের জানাজা শেষ করে খোকার মরদেহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়েছে। বিকেল ৩টায় সেখানে জানাজা শেষে গোপীবাগে খোকার নিজ বাসায় নেওয়া হবে। গোপীবাগ মাঠে জানাজা শেষে নেওয়া হবে ধুপখোলা মাঠে। সেখানে জানাজা শেষে জুরাইন কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে।

দীর্ঘদিন নিউইয়র্কে চিকিৎসাধীন থাকার পর সোমবার (০৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান খোকা। ওইদিন রাতে নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সব আনুষ্ঠানিকতা শেষে নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকার পথে মরদেহ নিয়ে স্বজনরা রওনা হন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।