ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মাহবুবুর রহমানের মায়ের মৃত্যুতে ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, নভেম্বর ১০, ২০১৯
মাহবুবুর রহমানের মায়ের মৃত্যুতে ফখরুলের শোক ছবি: প্রতীকী

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সেনাপ্রধান ও সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমানের মা লতিফা বেগম মারা গেছেন। রোববার (১০ নভেম্বর) ভোরে দিনাজপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে লতিফা বেগমের বয়স হয়েছিল ১০৪ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় লতিফা বেগমকে একজন আদর্শবান, ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ নারী উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, একজন দায়িত্বশীল মা হিসেবে নিজ পরিবারের প্রতি তার কর্তব্যবোধ ছিল অপরিসীম। অত্যন্ত ধৈর্যশীল এই মহিয়সী নারী সুখে-দুঃখে সবসময় স্বামীসহ সন্তানদের সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলেছিলেন। একজন পরহেজগার নারী হিসেবেও তিনি নিজ এলাকায় সবার কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।  

মিজা ফখরুল বলেন,‘পরিবারের প্রতি কর্তব্যের পাশাপাশি তিনি নিজ এলাকার গরিব-দুঃখীদের যথাসাধ্য সাহায্য করতেন। তার মৃত্যুতে পরিবার, নিকটজনসহ দিনাজপুরবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন মরহুমা লতিফা বেগমকে বেহেশত নসিব এবং শোকাচ্ছন্ন পরিবারকে এই বিশাল মৃত্যুশোক কাটিয়ে ওঠার ক্ষমতা দান করেন।  
 
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।