ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ত্রাণ বিতরণে চুরি হাহাকারে পরিণত হবে: জেএসডি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
ত্রাণ বিতরণে চুরি হাহাকারে পরিণত হবে: জেএসডি 

ঢাকা: করোনা পরিস্থিতিতে হতদরিদ্র জনগোষ্ঠীর ত্রাণে চুরি ও দুর্নীতি বন্ধের আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক  ছানোয়ার হোসেন তালুকদার বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতে হতদরিদ্র কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতি ও চুরি হাহাকারে পরিণত হবে। এ অবস্থা চলতে থাকলে হতদরিদ্রদের খাদ্য সংকট সৃষ্টি হবে।

শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে তারা বলেন, ত্রাণে সরকারি দলের সম্পৃক্ততায় যে বেহাল অবস্থা তা ইতোমধ্যে দেশবাসী প্রত্যক্ষ করছে। ত্রাণ বিতরণে প্রশাসনের সঙ্গে পেশাজীবীদের নিয়ে সর্বদলীয় কমিটি গঠন করতে হবে।

করোনা ভাইরাস সংক্রমণ বিস্তাররোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।