ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার বাসায় জীবণুনাশক ছিটালো জেডআরএফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
খালেদা জিয়ার বাসায় জীবণুনাশক ছিটালো জেডআরএফ খালেদা জিয়ার বাসায় জীবণুনাশক ছিটাচ্ছেন জেডআরএফের সদস্যরা।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় জীবাণুনাশক স্প্রে করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সদস্যরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জেডআরএফের এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বাংলানিউজকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় জেডআরএফ- এর পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেডআরএফ সদস্য কৃষিবিদ সানোয়ার আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম প্রমুখ।

গত ২৫ মার্চ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের ওই বাসভবনে অবস্থান করছেন খালেদা জিয়া। করোনা ভাইরাসের কারণে ওই বাড়িতে আপাতত দলীয় নেতাকর্মীরা কেউ যেতে পারছেন না। শুধুমাত্র তার ভাই-বোন ও ব্যক্তিগত চিকিৎসকরা সেখানে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।