ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শ্রমিক ছাঁটাই, লে-অফ ঘোষণা বেআইনি: ওয়ার্কার্স ফেডারেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
শ্রমিক ছাঁটাই, লে-অফ ঘোষণা বেআইনি: ওয়ার্কার্স ফেডারেশন

ঢাকা: গার্মেন্টসে শ্রমিক ছাঁটাই লে-অফ ঘোষণাকে বেআইনি বলে উল্লেখ করেছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক তপন সাহা এক যৌথ বিবৃতিতে এ কথা উল্লেখ করেন।

বিবৃতিতে  তারা বলেন, বর্তমান করোনা ভাইরাস সংকটের মধ্যেও বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই চলছে।

করোনা ভাইরাসের কারণে সরকার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে ও গার্মেন্টস শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে। তা সত্ত্বেও এ সংকটে শিল্প মালিকরা বে-আইনি ভাবে শ্রমিক ছাঁটাই, লে-অফ করছে।  

তারা আরও বলেন, ইতোমধ্যে গামের্ন্টস মালিকরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে সব গার্মেন্টস লে-অফ ঘোষণার অনুমতি চেয়ে আবেদন করেছেন যা সম্পূর্ণ বে-আইনি। এ সংকটময় মুহুর্তে শ্রমিক ছাঁটাই, লে-অফ ও কোনো কারখানা বন্ধ না করার আহ্বান জানান ওয়ার্কার্স ফেডারেশনের নেতারা।

একই সঙ্গে তারা এ সময়ে সরকারের ঘোষিত সাধারণ ছুটি মেনে সব কারখানায় শ্রমিক-কর্মচারীদের স্ববেতনে ছুটি দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
আরকেআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।