ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লে-অফ দুর্যোগকালীন সময়ে প্রযোজ্য নয়: শ্রমিক ফ্রন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
লে-অফ দুর্যোগকালীন সময়ে প্রযোজ্য নয়: শ্রমিক ফ্রন্ট

ঢাকা: শ্রম আইনে লে-অফ, ছাঁটাই সংক্রান্ত বিধি-বিধানসমূহ স্বাভাবিক সময়ের জন্য প্রযোজ্য, দুর্যোগকালীন পরিস্থিতির জন্য নয় উল্লেখ্য করে বেআইনি লে-অফ ঘোষণা ও শ্রমিক ছাঁটাই প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব বুলবুল এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এক বিবৃতিতে এসব কথা বলেন।

 
বিবৃতিতে তারা বলেন, করোনা ভাইরাস সংক্রমণের এ দুর্যোগ থেকে শ্রমিকদের রক্ষায় ভূমিকা পালনের পরিবর্তে যেসব মালিক সরকার নির্ধারিত বর্ধিত সমsয়েও গার্মেন্টস শ্রমিকদের মার্চ মাসের মজুরি পরিশোধ না করে হাজারো শ্রমিককে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়েছেন সেসব মালিককে গ্রেফতার এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের মজুরি দ্রুত পরিশোধ করার দাবি জানান।

তারা আরও বলেন, শ্রম আইনের লে-অফ, ছাঁটাই সংক্রান্ত বিধি-বিধানসমূহ স্বাভাবিক সময়ের জন্য প্রযোজ্য, দুর্যোগকালীন পরিস্থিতির জন্য নয়। এছাড়াও সাধারণ ছুটির মধ্যে শ্রমিকদের প্রতিকার পাওয়ার সুযোগ বন্ধ থাকায় যেকোনো অজুহাতেই শ্রমিকের মজুরি কর্তন বা শ্রমিক ছাঁটাই আইনসিদ্ধ নয়। তাই করোনা ছুটিকালীন সময়ে বেআইনি প্রক্রিয়ায় ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও লে-অফের মজুরি নয় সাধারণ ছুটি সময়ের পূর্ণ মজুরি পরিশোধ করতে হবে। সাধারণ ছুটির সময়ে কর্মরত শ্রমিকদের দ্বিগুণ হারে মজুরি এবং ঝুঁকি ভাতা দিতে হবে।

বিবৃতিতে বলা হয়, অবিলম্বে মার্চ মাসের মজুরিসহ বকেয়া মজুরি পরিশোধ এবং এপ্রিল মাসের মজুরি দেওয়ার প্রক্রিয়া শুরু না করলে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
আরকেআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।