ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‌‌‘সরকারের উদাসীনতা জাতিকে অনিশ্চিত অবস্থায় ঠেলে দিচ্ছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
‌‌‘সরকারের উদাসীনতা জাতিকে অনিশ্চিত অবস্থায় ঠেলে দিচ্ছে’

ঢাকা: চলমান মহাদুর্যোগে সরকারি ত্রাণ ক্ষমতাসীনদের বাড়িতে যাচ্ছে বলে অভিযোগ করে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, করোনা মোকাবিলায় পূর্ব প্রস্তুতি ও পর্যাপ্ত নমুনা পরীক্ষাকরণসহ সব ক্ষেত্রে সরকারের উদাসিনতা ও অপরিণামদর্শিতা আমাদের চিকিৎসক, চিকিৎসা ব্যবস্থা এবং জাতির ভাগ্যকে এক ভয়ঙ্কর অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দিচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ অভিযোগ করেন।

তারা বলেন, সরকারের ত্রাণগুলো চলে যাচ্ছে সরকারি দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে।

সরকারি দলের নেতাকর্মীরা ত্রাণ আত্মসাৎ ও চুরির মধ্যে মেতে উঠেছে। প্রতিদিন কোনো না কোনো জেলায় এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। দেশব্যাপী খাদ্য সঙ্কটে পড়া মানুষের কাছে ‌দ্রুত খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে। নয়তো তাদের ঘরে রাখা সম্ভব হবে না। জীবিকা অর্জনে তারা বাইরে বের হতে বাধ্য হবেন। শহর থেকে যে বিপুলসংখ্যক মানুষ গ্রামে ফিরে গেছেন, যারা গ্রামকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত নন, তাদের কাছে জরুরি খাদ্যসামগ্রী পৌঁছাতে হবে।

ত্রাণ চোরদের দৌরাত্ম্য থেকে দেশের ক্ষুধার্ত মানুষের মুখের খাবার রক্ষার লক্ষ্যে সেনাবাহিনীর হাতে ত্রাণ বিতরণের দায়িত্ব দেয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, অসহায় মানুষের জন্য বরাদ্দ দেয়া ত্রাণ সহায়তার স্বল্পমূল্যের চাল নিয়ে মাঠপর্যায়ের সরকারদলীয় নেতারা কাড়াকাড়ি ও লুটতরাজের যেন উৎসব শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য, এদের দমনে আইনের কঠোর প্রয়োগ করা।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।